মিউজিক
প্রকাশ্যে এলো ‘নাওনা আমায়’
Published on
প্রকাশ্যে এলো ইবরার টিপু ও কর্নিয়ার প্রথম গান ‘নাওনা আমায়’। জিয়াউদ্দিন আলমের লেখা রোম্যান্টিক এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজোয়ান শেখ। গানটিতে কন্ঠ দিয়েছেন দর্শকপ্রিয় সঙ্গীত শিল্পী ইবরার টিপু ও কর্নিয়া।
জানা গেছে, এই গানের মাধ্যমেই প্রথম কোন ডুয়েট গান গাইলেন তারা। তবে গীতিকার জিয়াউদ্দিন আলমের কথায় এর আগে ইবরার টিপু ও কর্নিয়া বেশ কিছু গানে কন্ঠ দিয়েছেন একক ভাবে। প্রথম তাদের দুই জনকে একত্র করলেন জিয়াউদ্দিন আলম।
মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নবাগতা উষ্ণ হক ও আসিফ ইমরোজ। এটি নির্মাণ করেছেন তরুণ নাট্যনির্মাতা ওসমান মিরাজ। ‘নাওনা আমায়’ গানটি প্রযোজনা করেছেন এস এস এন্টারটেনমেন্ট। মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে এস এস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে।
Continue Reading
Related Topics:আসিফ ইমরোজ, ইবরার টিপু, উষ্ণ হক, ওসমান মিরাজ, কর্নিয়া, জিয়াউদ্দিন আলম, রেজোয়ান শেখ

Click to comment