Connect with us

Jamjamat

নতুন চলচ্চিত্রে সাঞ্জু জন

চলচ্চিত্র

নতুন চলচ্চিত্রে সাঞ্জু জন

ঢাকাই ছবির ‘আইটেম বয়’ হিসেবে পরিচিত সাঞ্জু জন। তবে নায়ক হিসেবেও তার অভিষেক হয়েছে। ২০০৬ সালে মডেলিং দিয়ে মিডিয়া জগতে প্রবেশ এবং ২০১২ সালে বড় পর্দায় পা রাখেন। শনিবার নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সাঞ্জু জন। শিরোনাম ‘বর্ডার’। পরিচালনায় থাকছেন সৈকত নাসির। বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও ওই অঞ্চলের বিভিন্ন চোরাচালান নিয়ে ‘বর্ডার’ সিনেমা নির্মিত হবে।

সাঞ্জু জন বলেন, ‘বর্ডার কোনো তথাকথিত নায়ক-নায়িকা নির্ভর সিনেমা নয়। ‘বর্ডার’ হচ্ছে গল্প নির্ভর সিনেমা। ট্যাগ লাইন ‘দ্য বর্ডার’। প্রথমবার নাসির ভাইয়ের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। সেপ্টেম্বরের শেষের দিকে শুটিং শুরু হবে। আশা করছি ভিন্ন কিছু উপহার দিতে পারবো।’

ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘বর্ডার’ সিনেমার মূলভাবনা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার সুদীপ্ত সাঈদের। সাঞ্জু অভিনীত মুক্তির অপেক্ষায় অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ চলচ্চিত্র।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top