শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
Uncategorized

আলোচনায় ‘ভিলেজ হট্টগোল’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

সমসাময়িক সময়ে যেসব নাট্যনির্মাতা দর্শকনন্দিত নাটক উপহার দিচ্ছেন তাদের মধ্যে বরিশালের ইমরান হাওলাদার অন্যতম। স্বাধীন শাহের রচনায় আরটিভিতে প্রতি রবি,সোম ও মঙ্গলবার রাত সাড়ে নয়টায় প্রচার হচ্ছে গ্রামীন পটভূমিতে নির্মিত ধারাবাহিক নাটক ‘ভিলেজ হট্টগোল’। ইমরান পরিচালিত নাটকটি আলোচনায় এসেছে।

গ্রামের তিন ডাক্তার হোমিওপ্যাথি, এলোপ্যাথি এবং কবিরাজ। মূলত তিন ডাক্তার নিয়েই নাটকের শুরু। পরবর্তীতে পাগলা গারদ থেকে পালিয়ে আসা একজন লোক সে তাকে পাগলের ডাক্তার বলে পরিচয় দিয়ে গ্রামে ঢুকে পাগল খুঁজতে থাকে। এই ডাক্তারদের নিয়েই গ্রামে হট্টগোল চলতে থাকে। তাদের সাথে যোগ হয় ঘর জামাই। গম চোর মেম্বার এবং প্রাক্তন গম চোর মেম্বার।

আরো আসে উগান্ডা থেকে আগত হারবাল চিকিৎসক। যদিও তিনি উগাণ্ডায় হাউসকিপিং ছিলেন। তাদের নিয়ে ঘটতে থাকে নিত্যনতুন মজার ঘটনা। ভিলেজ হট্টগোল নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় নাট্যাভিনেতা আ খ ম হাসান, সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, তারিক স্বপন, নাদিয়া আহমেদ, জেনি, পুনম হাসান জুই, হান্নান শেলী, আমানুল হক হেলাল, মুকুল সিরাজ সহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ