Connect with us

Jamjamat

সবাই আমার জন্য একটু দোয়া করবেন: টুটুল

মিউজিক

সবাই আমার জন্য একটু দোয়া করবেন: টুটুল

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সংগীতশিল্পী এসআই টুটুল। করোনায় আক্রান্ত হবার খবর টুটুল নিজেই জানিয়েছেন। তিন দিন হলো করোনা পজিটিভ ফলাফল পেয়েছেন। এখন নিজ বাসায় একটি ঘরে আইসোলেশনে আছেন। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চলছেন এই শিল্পী।

টুটুল বলেন, তিন দিন আগে করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর ফলাফল পজিটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় পাশ করবো কিনা জানি না। সবার কাছেই আমি অনেক ঋণী। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হে করুনাময় আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, সবাইকে তুমি হেফাজত করো।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top