Connect with us

Jamjamat

নাঈমের ‘রূপকথা মেঘবালিকা’ মম!

টেলিভিশন

নাঈমের ‘রূপকথা মেঘবালিকা’ মম!

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ও এফ এস নাঈম সম্প্রতি জুটি হয়ে অভিনয় করেছেন টেলিফিল্ম ‘রূপকথা মেঘবালিকা’। সেতু আরিফের রচনায় ও সাখাওয়াৎ মানিক’র পরিচালনায় এই টেলিফিল্মে আরও অভিনয় করেছেন বাকার বকুল, তারিন রহমান ও কিসলু। আজ শুক্রবার (২১ আগস্ট) এনটিভিতে দুপুর ২.৩৫ মিনিটে টেলিফিল্মটি প্রচারিত হবে।

গল্পে দেখা যাবে, মফস্বল শহরের রেলস্টেশনে স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব নিয়ে আসে তরুণ রাশেদ। স্টেশনকেন্দ্রিক নদী আর সবুজে রাশেদের সঙ্গে পরিচয় হয় রূপকথার রহস্যময়ী পরী চরিত্র নওরির। এরপর থেকে নওরি ছায়ার মত রাশেদের চারপাশে জাপটে থাকে, একটা ঘোরের মধ্যে থাকে রাশেদ।

অন্যদিকে বাবার কাছে এই তরুণের গল্প শুনতে শুনতে গোপনে গোপনে রাশেদের প্রেমে পড়ে যায় স্টেশন টিকিট মাস্টরের মেয়ে মুনিয়া। প্রায়ই নানা অজুহাতে রাশেদের সঙ্গে দেখা করতে চলে আসে মুনিয়া। এরপর কোনো এক পূর্নিমায় কামিনী ফুলের ঘ্রাণে রাশেদের মুখোমুখি হয় মুনিয়া। সে রাশেদের মেঘবালিকা হতে চায়। ধীরে ধীরে সেখানে আরও একজনের উপস্থিতি টের পায় রাশেদ। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top