Connect with us

Jamjamat

‘কমরউদ্দির সম্বল’ নাটকটি দর্শক পছন্দ করেছে: তারিক আনাম খান

টেলিভিশন

‘কমরউদ্দির সম্বল’ নাটকটি দর্শক পছন্দ করেছে: তারিক আনাম খান

নন্দিত অভিনেতা তারিক আনাম খান। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র এই তিন ক্ষেত্রেই পদচারণা তার। সম্প্রতি তার অভিনীত নাটক ‘কমরদ্দির সম্বল’ প্রশংসিত হয়েছে। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত মাসুম রেজার গল্পে আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন শোক দিবসের বিশেষ নাটক ‘কমরউদ্দির সম্বল’। নাটকটি (১৫ আগস্ট) বাংলা ভিশনে প্রচার হয়। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।

এ নন্দিত অভিনেতার কাছে জানতে চাই ‘কমরদ্দির সম্বল’ নাটকে আপনার অভিনীত চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং ছিল? জবাবে এ অভিনতো বলেন, ‘এই চরিত্রটি আমার কাছে বিশেষ কিছু। বঙ্গবন্ধুর হাত থেকে পাওয়া একটি কম্বল দীর্ঘ সময় আগলে রেখে এবং সামাজিকভাবে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে বিরল ভালোবাসার উদাহরণ সৃষ্টি করেছেন কমরদ্দি। তার সঙ্গে আমার পরিচয় হয়নি, তবে পত্রিকা পড়ে অনেক কিছুই জানতে পেরেছি। নাটকটি অনেক দর্শকের পছন্দ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি।’

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top