Connect with us

Jamjamat

ভালো ছবি পেলে অভিনয় করবেন আলেকজান্ডার

ফটোগ্যালারি

ভালো ছবি পেলে অভিনয় করবেন আলেকজান্ডার

চিত্রনায়ক আলেকজান্ডার বো ১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। মার্শাল আর্ট ভিত্তিক চলচ্চিত্রের অন্যতম অভিনেতা রুবেল এর সহযোগি হিসেবে চলচ্চিত্রে বো’র আগমন। তৎকালীন সময়ে রুবেল-শহীদুল ইসলাম খোকনের জুটি অত্যন্ত সফল ছিল। এই জুটি ভেঙ্গে যাওয়ার পর খোকন আলেকজান্ডার বো-কে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। বো অভিনীত ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলে তিনি অভিনেতা হিসেবে সকলের দৃষ্টি কাড়েন। এরপর অসংখ্য অ্যাকশন ছবিতে পাওয়া গেছে এ অভিনেতাকে। মার্শাল আর্টে চারবার ব্ল্যাকবেল্ট জয়ী এই অভিনেতা বাংলাদেশী চলচ্চিত্রে ফুটবল কারাতে উপস্থাপন করে বেশ আলোচিত হয়েছিলেন। একজন সফল মার্শাল আর্ট শিল্পী হিসেবে শুধু দেশে নাম কামাননি, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে এর মাধ্যমে তুলে ধরেছেন একাধিকবার। এ নায়ক বর্তমানে চলচ্চিত্র অভিনয় থেকে কিছুটা দূরে আছেন। অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভালো গল্প পেলে আবারও চলচ্চিত্রে কাজ করতে চান। ছবি: এম এ এইচ সাগর

 

Click to comment

Leave a Reply

More in ফটোগ্যালারি

To Top