মিউজিক
নওমী-জামশেদের ‘কাজল পাখি’
Published on
সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকশনে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘কাজল পাখি’। প্রসেনজিৎ মণ্ডল এর কথায় গানটি গেয়েছেন ও সুর করেছেন কন্ঠশিল্পী এস কে প্রকাশ। সংগীত আয়োজন করেছেন এম এম পি রনি। এতে মডেল হয়েছেন নওমী খান ও জামশেদ শামীম। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ফিদেল নাইম।
মিউজিক ভিডিও প্রসঙ্গে নওমী খান বলেন, ‘মানিকগঞ্জ জমিদার বাড়িতে রোমান্টিক ঘরোনার এই মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ হয়েছে। গানের কথাগুলো সুন্দর। আমাদের রসায়নও ভালো ছিল। আশা করছি মিউজিক ভিডিওটি দর্শক পছন্দ করবে।’
জামশেদ বলেন, ‘ভালো একটা গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। গানের কথাগুলো চমৎকার। আশা রাখছি সবাই গান ও মিউজিক ভিডিও পছন্দ করবে।’
Continue Reading
Related Topics:জামশেদ শামীম, নওমী খান
Click to comment