সম্প্রতি একটি খন্ড নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী মানসী প্রকৃতি। শিরোনাম ‘বাটপার’। খলিলুর রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। বেশ কয়েকদিন আগে ঢাকার অদূরে এই নাটকটির চিত্রধারণ সম্পূর্ণ হয়। আজ রাত ৯টায় নাগরিক টিভিতে নাটকটি প্রচারিত হবে। এতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আশিক চৌধুরী, হান্নান শেলী’সহ আরও অনেকে।

নাটকটি প্রসঙ্গে প্রকৃতি বলেন, ‘নাটকটিতে পারুল চরিত্রে অভিনয় করেছি। আমার বিপরীতে দেখা যাবে সাজু খাদেম ভাই ও আশিক চৌধুরীকে। সাজু ভাই গোলাম কিবরিয়া চরিত্রে সে অভিনয় করেছেন। বিনা পারিশ্রমিকে বহুদিন ধরে আমাকে গান শেখায়। বাবা তার ভীষণ ভক্ত। একটা সময় সাজু খাদেম আমাকে বিয়ে করতে চায়। এরপর গল্পটি অন্য দিকে মোড় নেয়। আশা করছি দর্শক নাটকটি দেখে মজা পাবে।’

Leave a Reply