আসিফ তালাক চায় তার বউ থেকে কিন্তু বউ তাকে তালাক দিবে না। বউ জোনাকি একদমই জোনাকির আলোর মতই চেহারা এবং ব্যবহার। আসিফের বাবা মা কোন ভাবেই বোঝতে পারে না কেন আসিফ জোনাকিকে তালাক দিতে চায়। আসিফের বাবা একজন গৃহপালিত স্বামী। তিনি তার বউয়ের কথার বাইরে কিছুই করে না এবং বউয়ের কথাই উঠে বসে। আসিফ ছোট বেলা থেকেই দেখে আসছে তার মা তার বাবার সাথে এই রকম ব্যবহার করে আসছে আর তার বউ জোনাকি ঠিক তার মায়ের উল্টো। সে কোন ভাবেই এই মেয়ের সাথে সংসার করতে পারবে না। কারণ ছোট বেলা থেকে যেই পরিবেশে সে বড় হয়েছে তার জীবনে সে সেই ব্যাপারটাই দেখতে চায়।

জোনাকি তখন সিদ্ধান্ত নেয় সে তার আসল নারী রুপে ফিরে আসবে। তখন পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় আসিফ আর এই কষ্ট মেনে নিতে পারে না। আর আসিফের মা তার ছেলের এই অবস্থা দেখে কি করবে বোঝে উঠতে পারে না। বিভিন্ন রকম হাস্যরস নিয়ে গল্প এগিয়ে যেতে থাকবে। এমন গল্পে নির্মিত হয়েছে চার পর্বের বিশেষ ধারাবাহিক ‘ফান্দে পড়িয়া’। কামরুল হাসান ফুয়াদ এর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আরফান আহমেদ, নাদিয়া আফরিন মিম, শিখা মৌ প্রমুখ। এনআর মিডিয়া প্রযোজিত নাটকটি আজ রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে।

Leave a Reply