Connect with us

Jamjamat

অভিনেতা জামাল পাটোয়ারী গ্রেপ্তার

চলচ্চিত্র

অভিনেতা জামাল পাটোয়ারী গ্রেপ্তার

চলচ্চিত্র অভিনেতা জামাল পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (১৪ আগস্ট) তার ঢাকার নিজ বাসা থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা যায়।
মানহানিকর ফেসবুক পোস্ট, কুরুচিপূর্ণ ভিডিও প্রচার করার অভিযোগে জামাল পাটোয়ারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। যার মামলা নম্বর ৮/১৭৮।
জায়েদ খান বলেন, ‘জামাল পাটোয়ারী ফেসবুকে বিভিন্ন সময় আমাকে নিয়ে বানোয়াট ভিত্তিহীন কথা বলেছে। যার জন্য আমার সম্মানহানী ঘটেছে। এমন কিছু মিথ্যা নোংরা কথা বলেছেন, যা আমাকে সামাজিকভাবে হেয় করেছে। এ কাজ তিনি একবার করেননি, একাধিকবার করেছেন। ভিত্তিহীন তথ্য পরিবেশন করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরকম মিথ্যা-বানোয়াট, কুরুচিপূর্ণ ভিডিও যারা প্রকাশ করছে ও এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
জামাল পাটোয়ারী বেশ কয়েকটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top