চলচ্চিত্র
জন্মদিনে মৌমিতার চাওয়া
আজ চিত্রনায়িকা মৌমিতা মৌ’র জন্মদিন। আজকের এই দিনে মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। মৌমিতার জন্মদিন ঘিরে নেই কোন পরিকল্পনা। বিশেষ এই দিনটি একান্ত ব্যক্তি ভাবে কাটাচ্ছেন তিনি। রাত বারোটার পর থেকে বন্ধু ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘সে ভাবে কখনোই আয়োজন করে জন্মদিন পালন করা হয় না। এই দিনটি নিজের মতো করে কাটাই। জন্মদিনে চাওয়া থাকবে সারা বিশ্ব থেকে দ্রুত যেন করোনা ভাইরাস চলে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার দর্শকদের যেন ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারি।’
অনেক দিন ধরেই চলচ্চিত্রর অবস্থা ভালো না। করোনার কারণে আরো বেহাল দশা। তাই বড়পর্দার এ নায়িকা কাজ করছেন ছোটপর্দায়। গেল কোরবানির ঈদে বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে। এখন থেকে নিয়মিত নাটকে কাজ করবেন তিনি।
তিনি বলেন, ‘এখন থেকে নাটকে নিয়মিত কাজ করবো। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দেখা যাবে। দীর্ঘ দিন ধরে চলচ্চিত্রর অবস্থা ভালো নয়। তাছাড়া করোনার কারণে চলচ্চিত্রের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। এ ক্ষতি কাঁটিয়ে উঠতে অনেক সময় লাগবে। তাই ভাবছি এখন থেকে নাটকে নিয়মিত কাজ করবো। নাটকে কাজ করতে আমার ভালোই লাগছে। এখন থেকে বছরে ভালো গল্পের দুই-তিনটা ছবি করবো।’
মৌমিতা এ পর্যন্ত ১০টি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে ছয়টি ছবি মুক্তি পেয়েছে। চারটির কাজ শেষ করেছেন। পরিচালক মিজানুর রহমান মিজানের দুটি ছবি ‘রাগী’ ও ‘তোলপাড়’, তাজু কামরুলের ‘রক্তাক্ত সুলতানা’ ও তাজুল ইসলামের ‘গোপন সংকেত’ রয়েছে মুক্তি না পাওয়া ছবিগুলোর মধ্যে। ২০১৩ সালে মৌমিতা মৌ অভিনীত প্রথম সিনেমা কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ মুক্তি পায়। এরপর একে একে মুক্তি পায় রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, সায়মন তারিকের ‘মাটির পরী’, ফিরোজ খান প্রিন্সের ‘মাস্তানী’, মালেক আফসারীর ‘অন্তরজ্বালা’ ও বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’। তবে মৌমিতা মৌ প্রথম অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদের ‘কুসুমপুরের গল্প’।
