জমজমাট প্রতিবেদক: এ প্রজন্মের মডেল-অভিনয় শিল্পী সাদিয়া জান্নাতী। কাজ করছেন মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও নাটকে। ছোটবেলা থেকে সাদিয়ার ইচ্ছে ছিল মডেল হবার। এরইমধ্যে তার স্বপ্ন পূরণ হয়েছে। বাপ্পী খানের পরিচালনায় প্রথম নাটকে কাজ করেন তিনি। বর্তমানে নাটক ও মিউজিক ভিডিওতে সমানতালে কাজ করছেন সাদিয়া।

সাদিয়া জান্নাতী জমজমাটকে বলেন, মডেলিং আমার পেশা আর অভিনয় নেশা। অভিনয়ের প্রতি ঝোক বেশি। মিউজিক ভিডিওর মাধ্যমে মিডিয়ার পথচলা শুরু তারপর আস্তে আস্তে চেনা জানার পরিধি বাড়ে এবং নাটকে কাজ করি। তবে বর্তমানে নাটকে নিয়মিত হতে চাই। এবং সামনে আরও ভালো ভালো কিছু কাজ করতে চাই। ভালো একজন অভিনত্রেী হতে চাই।

Leave a Reply