Connect with us

Jamjamat

লাইভ টেকনোলজিস’র ১১ দিন ব্যাপী ঈদ আয়োজন

টেলিভিশন

লাইভ টেকনোলজিস’র ১১ দিন ব্যাপী ঈদ আয়োজন

জমজমাট ডেস্ক: বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। করোনার কারণে থমকে গেছে জনজবীন। স্থবির হয়ে আছে বিনোদন পাড়াও। অন্যদিকে এবারের ঈদেও খুলছে না সিনেমা হল। এই সময়ে ঘরবন্দি মানুষকে ঈদ আমেজের বাড়তি আনন্দ দিতে ১১টি ভিন্নধর্মী নাটক ও টেলিফিল্ম নিয়ে দর্শক মাতাবে বিনোদন ভিত্তিক এ্যাপ সিনেস্পট। ঈদর আগের রাত থেকে ঈদের ১০ম দিন পর্যন্ত এই আয়োজনে যা থাকছে-

‘শহর ছেড়ে পরাণ পুর’ নামে টেলিফিল্মটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, নুসরাত ইমরোজ তিশা ও তাসনিয়া ফারিন। এটি ঈদের দিন দুপুর ২টায় প্রচার। হবে। ‘অপরূপা’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। এতে অভিনয় করেছেন অর্পূব, মেহেজাবীন, সিয়াম নাসির, অনিক। এটি প্রচার করা হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায়। ‘ভিকটিম’ নামে টেলিফিল্মটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এতে অভিনয় করেছেন অপি করিম, আফরান নিশো, সাফা কবির। এটি ঈদের তৃতীয় দিন দুপুর ২টায় প্রচার করা হবে। ‘যে শহরে টাকা উড়ে’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। এতে অভিনয়ে মোশারফ করিম, তাসনিয়া ফারিন, স্যামন্তি সৌমি। এটি ঈদের চর্তুথ দিন দুপুর ২টায় প্রচার হবে।

আশফাক নিপুণ পরিচালিত ‘ইতি মা’ টেলিফিল্মে অভিনয় করেছেন আফরান নিশো, ঈশিতা, আবির মির্জা, শিল্পি সরকার অপু। এটি ঈদের পঞ্চম দিন দুপুর ২টায় প্রচার হবে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘পলিটিক্স’ টেলিফিল্মে অভিনয় করেছেন অর্পূব, তানজিন তিশা, শিমুল খান, রাশেদ মামুন অপু। এটি ঈদের ষষ্ঠদিন দুপুর ২টায় প্রচার হবে। ‘কন্ট্রাক্ট’ টেলিফিল্ম পরিচালনা করেছেন শামীম জামান। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, জাহারা মিতু। এটি ঈদের সপ্তম দিন দুপুর ২টায় প্রচার হবে।

রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘বোধ’ নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম, আশিষ খন্দকার, রুনা খান ও তাসনুভা তিশা। এটি ঈদের আগের দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে। ‘তোমায় নিয়ে’ নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান। এটি ঈদের অষ্টম দিন দুপুর ২টায় প্রচার হবে। ‘মিথ্যে প্রেম’ নাটকটি পরিচালনা করেছেন সোহেল আরমান। এতে অভিনয় করেছেন অর্পূব, তানহা তাসনিয়া। এটি ঈদের নবম দিন দুপুর ২টায় প্রচার হবে। ‘অপরাধী’ নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাবিলা নূর, কাজি উজ্জ্বল। এটি ঈদের দশম দিন দুপুর ২টায় প্রচার হবে। নাটকগুলো দেখতে ডাউনলোড করতে হবে CINESPOT অ্যাপ। এছাড়াও দেখা যাবে লাইভ টেকনোলজিসের নিজস্ব ইউটিউব চ্যানেল লাইভটেক-এ।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top