Connect with us

Jamjamat

আলমের ‘নীল খাম’-এ উপমা

মিউজিক

আলমের ‘নীল খাম’-এ উপমা

জমজমাট প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে জিয়াউদ্দিন আলমের সুরে চমক নিয়ে আসছেন উপমা। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপমার ইউটিউব চ্যানেলে রিলিজ হবে ‘নীল খাম’ শিরোনামের চমৎকার একটি গান। গানটি লিখেছেন সাইফুল ইসলাম শ্রাবণ, মিউজিক করেছেন রাব্বি আরবি, সুর করেছেন জিয়াউদ্দিন আলম। উপমা ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজীতে অনার্স শেষ করছেন।

তিনি বলেন, শুধু গান করলেইতো হবে না সঙ্গে শিক্ষাগত যোগ্যতাও অর্জন করতে হয়। উপমা এই করোনায় স্টেজ শো করছেন না কিন্তু বিভিন্ন টিভিতে লাইভ শো করছেন নিয়মিত। আর এবার ঈদেও বিভিন্ন টিভিতে লাইভ প্রোগ্রাম রয়েছে বলে তিনি জানান।
উপমা ছোটবেলা থেকে গানের সাথে যুক্ত। একাধারে লাইভ কনসার্ট, টিভির সঙ্গীতানুষ্ঠান, প্লেব্যাক, মিউজিক ভিডিও ইত্যাদি মাধ্যমগুলোতে পারফর্ম করছেন সাবলীলভাবে। ইতোমধ্যে তার একটি ভক্ত শ্রেণিও তৈরি হয়েছে দেশজুড়ে। তার রয়েছে নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top