Connect with us

Jamjamat

অজানা ফোন কল আতঙ্কে মোশাররফ-রোবেনা রেজা জুঁই দম্পতি!

টেলিভিশন

অজানা ফোন কল আতঙ্কে মোশাররফ-রোবেনা রেজা জুঁই দম্পতি!

জমজমাট প্রতিবেদক: বিবাহবার্ষিকী উপলক্ষে অহনা ও রাশেদের বিভিন্ন রকমের প্রস্তুতি। একটু একটু করে আনন্দের রঙ ফিকে হতে থাকে অজানা একটি ফোন কলের কারণে। প্রথম থেকে ফোন কলের ব্যাপারটা ভালো লাগে না অহনার। কারণ, ফোনের অপর প্রান্তের লোকটি এমনভাবে কথা বলে, যেন পূর্বপরিচিত এবং ক্রমান্বয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে। অহনাকে আল্টিমেটাম দেয়, এক সপ্তাহের মধ্যে রাশেদকে ডিভোর্স না দিলে তার জীবনের অজানা তথ্য ফাঁস করে দেবে। কিন্তু অহনা খুঁজে পায় না তার জীবনের অজানা কি এমন তথ্য আছে, যেটা ফাঁস করা যায়! এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে।

এমনই গল্প নিয়ে সাত পর্বের সিরিজ ‘গিরগিটি’। রায়হান খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। দুটি উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। নির্মাতা সূত্রে জানা গেছে, দীপ্ত টিভির ঈদ অনুষ্ঠানমালায় সিরিজটি প্রচার হবে।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top