Connect with us

Jamjamat

করোনা: শিল্পী সমিতিতে আর্থিক সহায়তা দিলেন যারা

চলচ্চিত্র

করোনা: শিল্পী সমিতিতে আর্থিক সহায়তা দিলেন যারা

জমজমাট প্রতিবেদক: ভয়াবহ করোনার মাঝেও আর্থিক ভাবে অসচ্ছল শিল্পী ও এফডিসির সংশ্লিষ্ট কর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান সহ কার্যনির্বাহী কমিটি। শিল্পী সমিতি ঘোষণা দিয়েছে ‘যত দিন করোনা, তত দিন ঘরে বসেই খাবার পাবে শিল্পীরা।’ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান মানুষের এই ক্রান্তিলগ্নে অনেক বড় অবদানের চেষ্টা করে যাচ্ছেন। করোনার প্রকট আঁকার ধারণ করার পর থেকেই তা লক্ষ করা যাচ্ছে। কখনও চাল, ডালসহ অন্যান্য খাবার সাহায্য কখনও বা রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে। সবই করছেন বাসা থেকে বের হয়ে এফডিসিতে গিয়ে স্বশরীরে। এরইমধ্যে নয় দফায় শিল্পীদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও অর্থ সহায়তা দিয়েছেন। কাজ না থাকায় বিপাকে পড়েছেন চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীরা। তাদের পাশে দাঁড়াতে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নগদ অর্থ দিয়েছেন চলচ্চিত্রাঙ্গনের বেশ কয়েকজন শিল্পী।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অনুদান দিয়েছেন ফরিদুর রেজা সাগর, ইলিয়াস কাঞ্চন, মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, শিল্পী, জায়েদ খান। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘দেশের দুর্দিনে অসচ্ছল শিল্পীদের জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন যারা শিল্পী সমিতি তাদের কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রর অবস্থা ভালো নয়। তার ওপর করোনার প্রকোপ। শুটিং বন্ধ থাকায় এ পেশার সাথে জড়িত মানুষগুলো পড়েছে বিপাকে। এমন অবস্থায় চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। শিল্পীর পাশে সব সময় শিল্পী সমিতি আছে, থাকবে।’

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top